শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeজাতীয়মিতালী এক্সপ্রেস: বাংলাদেশ থেকে প্রথম যাত্রায় গেলেন ৮ জন

মিতালী এক্সপ্রেস: বাংলাদেশ থেকে প্রথম যাত্রায় গেলেন ৮ জন

বাংলাদেশ প্রতিবেদক: ১ জুন থেকে ভারত-বাংলাদেশের মধ্যে চালু হওয়া মিতালী এক্সপ্রেসে গতকাল ফিরতি যাত্রায় বাংলাদেশ থেকে ৮ জন ভারতে গেছেন। এর মধ্যে ৫ জন ভারতীয় ও ৩ বাংলাদেশী ছিলেন।

মিতালী এক্সপ্রেস গতকাল রাত ৯.৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ২ ঘন্টা দেরিতে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে শুক্রবার সকাল ৭ টা ৪০ মিনিটে চিলাহাটি পৌঁছায়। সেখানে ৩০ মিনিট বিরতি দিয়ে সকাল ৮ টা ১০ মিনিটে বাংলাদেশের ইঞ্জিন দিয়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। বাংলাদেশের ইঞ্জিন ভারতের হলদিবাড়ি পর্যন্ত গিয়ে ১ ঘন্টা পর বাংলাদেশে ফেরত আসে।

ট্রেনটির পরিচালক ছিলেন সৈয়দুল ইসলাম ,ট্রেনের লোকমাষ্টার আকতার হোসেন ও ইছুউব আলী । ট্রেনটিতে ভারতীয় ১০ জন রেলওয়ের ক্রুরু ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments