বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeজাতীয়এক দিনে আরো ২০১ ডেঙ্গু রোগী হাসপাতালে

এক দিনে আরো ২০১ ডেঙ্গু রোগী হাসপাতালে

বাংলাদেশ প্রতিবেদক: দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ১৪৯ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৫২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৬৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫৫১ জন ঢাকার মধ্যে এবং ১১৭ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৬৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৬৯২ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে ৫ হাজার ৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪ হাজার ১৩২ জন ঢাকার এবং বাকি ৮৭৩ জন ঢাকার বাইরের বাসিন্দা।

সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments