বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeজাতীয়ভাষাসৈনিক এডভোকেট সামাদের মৃত্যুবার্ষিকী আজ

ভাষাসৈনিক এডভোকেট সামাদের মৃত্যুবার্ষিকী আজ

রফিক সুলায়মান: ভাষাসৈনিক এডভোকেট আবদুস সামাদের মৃত্যুবার্ষিকী আজ ১৩ সেপ্টেম্বর। ২০১৪ সালের এই দিনে তিনি অমর্ত্যের আহ্বানে সকলকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুস সামাদ আইনবিদ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ৫৩ বছর প্র্যাকটিস করেছেন। ছিলেন ভাষাসৈনিক, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং মুক্তমনের মানুষ। দীর্ঘদিন বাম রাজনীতি করেছেন। করেছেন আওয়ামী লীগ। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত বেদনাদায়ক ‘সেভেন মার্ডার’ এ তিনি হারিয়েছেন আপন বড় পুত্রকে। পুত্র হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ৫০ টাকা জরিমানা করে আইনী লড়াই শুরু করেন। সেই মামলায় বিজয়ী হন।

৮৪ বছর বয়সে ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর (১২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টায়) তিনি প্রয়াত হন। একই বছরের ২৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে তাঁর স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য উকিল আহমদ আলী, আইনবিদ ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমীরুল ইসলাম, শিক্ষাবিদ শান্তনু কায়সার, বাম নেতা পংকজ ভট্টাচার্য, প্রবীণ তাত্ত্বিক অজয় রায়, কূটনীতিবিদ হুমায়ূন কবির প্রমুখ। সভাপতিত্ব করেছিলেন সাংবাদিক কামাল লোহানী। সঞ্চালনায় ছিলেন কবি আসাদ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন মরহুমের সন্তান ওবায়দুল্লাহ আল মামুন। সেই অনুষ্ঠানের একাধিক আলোচক আজ আর আমাদের মাঝে নেই।

এডভোকেট আব্দুস সামাদ ছিলেন ‘ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘর।’ তিনি বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছেন এবং একাধিক গ্রন্থ রচনা করেছেন। ‘আমার দেখা রাজনীতির পয়ষট্টি বছর’ তাঁর অন্যতম রচনা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments