শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeজাতীয়ইভিএমে নির্বাচন হলে পেশি শক্তির ব্যবহার রোধ করা যায়, জালভোট প্রদান সম্ভব...

ইভিএমে নির্বাচন হলে পেশি শক্তির ব্যবহার রোধ করা যায়, জালভোট প্রদান সম্ভব নয়: ইসি রাশেদা

জয়নাল আবেদীন: নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন ইভিএমের মাধ্যমে নির্বাচন হলে পেশি শক্তির ব্যবহার রোধ করা যায়, জালভোট এবং দুবার ভোট প্রদান করা কারো পক্ষে সম্ভব নয় । প্রতিদ্বিতা ছাড়া কোন নির্বাচন নয়। অংশগ্রহণমূলক ও প্রতিদ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কমিশন কাজ করে যাচ্ছে। যেখানে ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

বৃহস্পতিবার রংপুর সার্কিট হাউজে জেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ইসি বেগম রাশেদা সুলতানা বলেন, ইভিএম নিয়ে মানুষের মাঝে সংশয় আছে। তারা ভাবে ইভিএমে একটি মার্কায় ভোট দিলে, অন্যটিতে চলে যায়। আমরা কমিশনে আসার পর ৬ মাস ধরে ইভিএম নিয়ে কাজ করেছি। টেকনিক্যাল পার্সনরাও ইভিএমে ভোট নিয়ে ত্রুটি ধরিয়ে দিতে পারেনি। আমরা রাজনৈতিক দলগুলোকে তাদের টেকনিক্যাল পার্সনদের দিয়ে ইভিএমের ত্রুটি ধরিয়ে দিতে বলেছিলাম, তারাও সেটি পারেনি।

তিনি বলেন, আমাদের দপ্তরে এসে এখনও কেউ ইভিএমের ত্রুটি ধরিয়ে দিতে পারেন। ত্রুটি থাকলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ইভিএম নিয়ে লোকমুখে নানা কথা ছড়ালেও এখন পর্যন্ত কেউ ত্রুটি প্রমাণ করতে পারেনি। ইসি বেগম রাশেদা সুলতানা বলেন, জেলা পরিষদের ভোটার সংখ্যা যেহেতু কম। যারা ভোটার তারা সকলেই জনপ্রতিনিধি। তাই জেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রয়োজন নেই বলে আমার কাছে মনে হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা ও জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। কারণ সেখানে পেশিশক্তির ব্যবহার, নানা বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড সংগঠিত হতে পারে। তিনি আরও বলেন, রংপুরে নির্বাচনী পরিবেশ ভাল রয়েছে।

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নির্ধারিত সময়েই হবে। ভোটগ্রহণ হতে পারে ইভিএমের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যরা। এর আগে সকালে তিনি রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের হল রুমে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments