বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeজাতীয়২০২২ সালে হারালাম যাঁদের

২০২২ সালে হারালাম যাঁদের

বাংলাদেশ প্রতিবেদক: ২০২২ এ আমরা হারিয়েছি দেশের অনেক সোনার মানুষকে। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।

বিচারপতি সাহাবউদ্দিন আহমেদ (১৯৩০ – ২০২২)
সাবেক প্রধান বিচারপতি, কেয়ারটেকার প্রধান, সাবেক রাষ্ট্রপতি। আকারে ছোট হলেও তিনি একজন বড়মাপের মানুষ। তাঁর গোঁফের জন্য অনেক বিখ্যাত। অবসরের পর জনসম্মুখে খুব একটা আসেন নি।

আকবর আলি খান (১৯৪৪ – ২০২২)
কালের সেরা প্রজ্ঞাবান মানুষ, আমলা, কেয়ারটেকার উপদেষ্টা, লেখক এবং মুক্তিযোদ্ধা। পরার্থপরতার অর্থনীতি, আজব ও জবর আজব অর্থনীতি, অবাক বাংলাদেশ বিচিত্র ছলনাজালে রাজনীতি ইত্যাদি গ্রন্থের রচয়িতা।

সৈয়দা সাজেদা চৌধুরী (৮ মে ১৯৩৫ – ১১ সেপ্টেম্বর ২০২২)
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী, আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী, সংসদ উপনেতা।

আবদুল গাফফার চৌধুরী (১২ ডিসেম্বর ১৯৩৪ — ১৯ মে ২০২২)
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ অমর গানের অমর রচয়িতা। খ্যাতিমান কলামিস্ট ও সাংবাদিক।

অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী (১০ ফেব্রুয়ারি ১৯৩৭ – ৯ অক্টোবর ২০২২)
একুশে পদকে সম্মানিত খ্যাতিমান চিত্রশিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

বিপাশা গুহঠাকুরতা (১৬ আগস্ট ১৯৬৬ – ২৯ এপ্রিল ২০২২)
খ্যাতিমান নজরুল-সঙ্গীত শিল্পী ও সংগঠক। নজরুল-সঙ্গীত প্রচার ও প্রসারে নিজেকে নিয়োজিত করেছিলেন।

কেজি মোস্তফা (১৯৩৭ – ২০২২)
সাংবাদিক ও গীতিকবি। ‘তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে’ গানের অমর রচয়িতা।

আলম খান (১৯৪৪ – ২০২২)
খ্যাতিমান সুরকার। ‘ওরে নীল দরিয়া’ গান তাঁর অমর সৃষ্টি। পপ সম্রাট আজম খানের বড় ভাই। কথাশিল্পী সৈয়দ শামসুল হকের লেখা অনেক গানে তিনি সুর বসিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments