সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Homeজাতীয়বিমানের চাকায় ফাটল : ৭২ যাত্রী নিয়ে ঢাকায় জরুরি অবতরণ

বিমানের চাকায় ফাটল : ৭২ যাত্রী নিয়ে ঢাকায় জরুরি অবতরণ

বাংলাদেশ প্রতিবেদক: কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইটের ডান পাশের টায়ার ফেটে গেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় ফ্লাইটে ৭২ জন যাত্রী ছিল, তাদের সবাই নিরাপদে আছে।

সোমবার (৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। কলকাতা থেকে উড্ডয়ন করে ঢাকায় ফিরছিল বিজি-৩৯২ ফ্লাইটটি। সকাল ১০টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করে সেটি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, টায়ার ফেটে গেলেও পাইলটের দক্ষতা ও পেছনের অন্য চাকা ঠিক থাকায় তেমন কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

অবতরণের সময় যেকোনো দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রস্তুত ছিল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments