তাছির উদ্দিন বাপ্পিঃ দিনাজপুরের হিলিতে ইসলামি ব্যাংক থেকে লোন না নিয়েও লোন পরিশোধে ব্যাংকের চাপ ও দায়েরকৃত মামলার হাত থেকে রক্ষা পেতে সংবাদ সন্মেলন করেছে নারগীস পারভীন নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী। মঙ্গলবার সকাল ১১টায় হাকিমপুর প্রেসক্লাবে ওই ব্যবসায়ীর পক্ষে তার স্বামী মোস্তাফিজুর রহমান এই সংবাদ সন্মেলন করেন। সে হাকিমপুর হিলি পৌরসভার চন্ডিপুর এলাকার বাসিন্দা।
সংবাদ সন্মেলনে মোস্তাফিজুর রহমান বলেন, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিনাজপুর শাখা গত ১৮ সালে ব্যংক কর্তৃপক্ষ নিজেরাই আমার স্ত্রীর নামে একটি একাউন্ট খোলে। সেই বছরের ১৬ অক্টোবর ও ২২ অক্টোবর আমার স্ত্রীর পুরো নাম সাক্ষর করে দুটি চেকের মাধ্যমে একাউন্ট থেকে ৯৯লাখ টাকা উত্তোলন করা হয়। ৮মাস পর ব্যাংকে পরবর্তী নতুন ম্যানেজার যোগদান করলে এই লোনের ঘটনা আমরা জানতে পারি। পরবর্তীতে ব্যাংক ম্যানেজার পণ্য আমদানি করার কথা বলে কৌশলে পুনরায় ওই ব্যাংকে একটি একাউন্ট খোলার প্রস্তাব দেয় এবং ২০১৯সালের অক্টোবর মাসের ৭ তারিখে একটি একাউন্ট খোলা হয় । যার একাউন্ট নম্বর পুর্বে খোলা একাউন্ট নম্বর একই। সেই একাউন্টের মাধ্যমে বেশ কিছু পণ্য আমদানি করা হয় নগদ টাকার মাধ্যমে। কিন্তু ২০১৯ সালে খোলা সেই একাউন্টের চেক দিয়ে ৯দিনের মাথায় ১৫ তারিখে আদালতে আমার স্ত্রীর বিরুদ্ধে ব্যাংক মামলা করে। ক্রমান্বয়ে তিনটি মামলা দায়ের করে ব্যাংক কতৃপক্ষ।
আসলে আমরা ওই টাকা দেখিনি ব্যাংক থেকে উত্তোলন করিনি। এমনকি ওই টাকা কোন খাতে ব্যবহার করা হয়েছে তার কোন কাগজপত্র দেখাতে পারেনি ব্যাংক কতৃপক্ষ। কিন্তু তারপরেও সেই টাকা আমার স্ত্রীর নামে লোন দেখিয়ে তা পরিশোধের জন্য আমাদের উপর জুলুম বা অত্যাচার করা হচ্ছে। এমনকি মামলার ভয় দেখিয়ে জেল খাটানোর ভয় দেখিয়ে দ্রুত টাকা পরিশোধ করার কথা বলা হচ্ছে। আমরা নিরুপায় হয়ে এই জালিয়াতির হাত থেকে বাচতে আজকে এই সংবাদ সন্মেলন করছি বলে জানিয়েছেন তিনি। আমরা সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের আবেদন জানাচ্ছি বলে জানান তিনি