সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeজাতীয়বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত

বাংলাদেশ প্রতিবেদক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুরের জাজইল পঞ্চায়েতের ভবানীপুর সীমান্তচৌকি এলাকায় এ ঘটনা ঘটে।

আজ রোববার বিএসএফের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার রাত দেড়টার দিকে সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিলেন কয়েকজন বাংলাদেশি। পাচারকারীর সংখ্যা ছিল প্রায় ২৫ থেকে ৩০ জন। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ জওয়ানরা চ্যালেঞ্জ করলে পাচারকারীরা আক্রমণের চেষ্টা চালায়। আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে নিহত হন এক বাংলাদেশি পাচারকারী। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অন্যরা পালিয়ে যান।

বিএসএফ সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশির নাম রেজিম শেখ। তিনি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হবিবপুর থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মরদেহ মালদা হাসপাতালের মর্গে রয়েছে।

এ ঘটনার জেরে ওই সীমান্ত এলাকায় বিএসএফের পাহারা আরও জোরদার করা হচ্ছে বলে জানানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments