বাংলাদেশ প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে আবারও নির্বাচিত হয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। আজ মঙ্গলবার নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
এ পদে শামসুল হক টুকুকে একমাত্র প্রার্থী হিসেবে প্রস্তাব উত্থাপন করেন ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। প্রস্তাবটি সমর্থন করেন মকবুল হোসেন। তার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শামসুল হক টুকু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হন।
পাবনা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শামসুল হক টুকু ২০০৯, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।