সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeজাতীয়রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্টার্ট-আপ স্ট্যান্ডবাই বয়লার রুমের কার্যক্রম শুরু

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্টার্ট-আপ স্ট্যান্ডবাই বয়লার রুমের কার্যক্রম শুরু

স্বপন কুমার কুন্ডু: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্টার্ট-আপ স্ট্যান্ডবাই বয়লার রুমে প্রথম ইগনিশনের মাধ্যমে বাষ্প সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের বিরামহীন এবং নিরাপদ পরিচালনের জন্য বয়লার রুমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার (৮ নভেম্বর) রূপপুর এনপিপি’র প্রকল্প পরিচালক এবং রসাটমের মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।

রূপপুর এনপিপি’র প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসান জানান, স্টার্ট-আপ স্ট্যান্ডবাই বয়লার রুমে উৎপাদিত বাষ্প বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিশনিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে থাকে, যার মধ্যে রয়েছে রিয়্যাক্টরের ‘হট রানিং’ এবং টার্বাইন কনডেনসারে ট্রায়াল ভ্যাকুয়াম সাপ্লাই। বিদ্যুৎকেন্দ্র চালু অবস্থায় শিডিউল রক্ষণাবেক্ষণের জন্য এই বয়লারটির প্রয়োজন পড়ে। এছাড়াও প্রকল্প সাইটে বিভিন্ন স্থাপনায় গরম পানি সরবরাহ এবং জরুরী শটডাউনের ক্ষেত্রে বিদ্যুৎ ইউনিটের নিরাপদ পরিচালন নিশ্চিত করে।

এতমস্ত্রয়এক্সপোর্টের বাংলাদেশ প্রকল্প বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি দেইরি জানান, “রূপপুর প্রকল্পের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আমাদের লক্ষ্য অর্জন এবং অঙ্গীকারগুলো বাস্তবায়ন করছি। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করলাম, আর তা হচ্ছে স্টার্ট-আপ স্ট্যান্ডবাই বয়লার রুম চালু; যা পরবর্তী কমিশনিং কাজে সহায়তা করবে এবং প্রকল্পের অনেকগুলো স্থাপনার অপারেশন্স নিশ্চিত করবে। এই সকল কিছুই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ অপারেশন্সের জন্য অত্যাবশ্যক”।

প্রসংগত: রাশিয়ার কারিগরী ও আর্থিক সহায়তায় রূপপুরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটিতে দুটি বিদ্যুৎ ইউনিট থাকবে এবং মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে স্থাপিত হবে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর যা সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পুরনে সক্ষম। রসাটম প্রকৌশল শাখা জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাকটর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments