শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
Homeজাতীয়পায়রা বন্দর চেয়ারম্যানের দায়িত্বভার নিলেন মাসুদ ইকবাল

পায়রা বন্দর চেয়ারম্যানের দায়িত্বভার নিলেন মাসুদ ইকবাল

মিজানুর রহমান বুলেট: পায়রা বন্দর কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল এনপিপি, এনডিসি, পিএসসি দায়িত্বভার গ্রহন করেছেন। রবিবার ৫ জানুয়ারী সকালে তিনি রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী’র স্থলাভিষিক্ত হন।

এর আগে গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তন এবং রিয়ার এডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলী করা হয়।

উল্লেখ্য যে, গত ১ জানুয়ারি ২০২৫ খ্রি : পায়রা বন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল নৌ-পরিবহন মন্ত্রনালয়ে যোগদান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments