শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeরাজনীতিপ্রধানমন্ত্রীর “গ্রাম হবে শহর” ভিষণ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে: টুকু

প্রধানমন্ত্রীর “গ্রাম হবে শহর” ভিষণ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে: টুকু

আব্দুদ দাইন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ৬৮ পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড শামসুল হক টুকু বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষণ “গ্রাম হবে শহর” কর্মসুচি বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। গ্রামের মানুষকে সকল নাগরিক সুবিধা দিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ালীগ সরকার নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে। এ জন্য গ্রামের রাস্তাÑঘাট ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। কৃষকের উৎপাদিত ফসল যাতে সহজে বাড়িতে নিয়ে এসে বাজারজাত করতে পারে তারই অংশ হিসেবে আজকের এই রাস্তা উদ্বোধন। বুধবার সাঁথিয়া পৌরসভার গাগড়াখালী চারা বটতলা থেকে কাটিয়াদহ বিল পর্যন্ত রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন , সাঁথিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, সাঁথিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন ,পৌর আ’লীগের সভাপতি আবুল কাশেম,সাঃ সম্পাদক মাহবুবুল হক বাচ্চু, অধ্যাপক আব্দুদ দাইন সরকার প্রমুখ। এমপি টুকু আরও বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জীরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে খাল বিল নদী রক্ষায় সারাদেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। সরকারের উন্নয়ন কাজে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments