শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeরাজনীতিখালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপির সক্ষমতা নিয়ে প্রশ্ন ওবায়দুল কাদেরের

খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপির সক্ষমতা নিয়ে প্রশ্ন ওবায়দুল কাদেরের

কাগজ প্রতিবেদক: বিএনপির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন বেগবান করা হবে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তুলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবে। তারা আন্দোলনের কথা তো বারবারই বলে বেড়াচ্ছে।

তিনি বলেন, তাদের যদি সেই সক্ষমতা থাকে, সাহস থাকে, আন্দোলন করে দেখাক। ১০ বছরে তো ১০ মিনিটের একটা আন্দোলনও দেখলাম না।

বিএনপির ‘গণতন্ত্র পুনরুদ্ধার’র আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের গণতন্ত্র স্ববিরোধিতায় পরিপূর্ণ। আন্দোলন কী করবে? মির্জা ফখরুল নিজেই নির্বাচনে জয়ী হয়ে সংসদে যোগ দিলেন না, অথচ সেই আসনে পুনর্নির্বাচনে প্রার্থী দিলেন, এটা কোন গণতন্ত্র?

তিনি আরও বলেন, তাদের পাঁচজন সংসদে যোগ দিলেন, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হলেন শপথ নিলেন, কিন্তু দলের মহাসচিব সংসদে যোগ দিলেন না, এই দ্বৈত নীতি তাদের দলে। এই গণতন্ত্র হাস্যকর।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments