বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeরাজনীতিবঙ্গবন্ধু শুধু বাঙালির নয় বিশ্বের নিপীড়িত মানুষের সম্পদ: টুকু

বঙ্গবন্ধু শুধু বাঙালির নয় বিশ্বের নিপীড়িত মানুষের সম্পদ: টুকু

আব্দুদ দাইন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড শামসুল হক টুকু এমপি বলেছেন, বাংদেশের রুপকার,ইতিহাসের মহানায়ক, তৃতীয় বিশ্বের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বাঙালির নয় বিশ্বের নিপীড়িত মানুষের সম্পদ। যারা ভেবে ছিল বঙ্গবন্ধুকে হত্যাকরে তাঁর সকল স্মৃতি, চিহ্ন মুছে দেবে তা এখন হিতে বিপরিত হয়েছে। ঘাতকেরা বঙ্গবন্ধুকে দৈহিক ভাবে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। এখন সারাবিশ্বে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত অসাম্প্রদাযিয়ক বাংলাদেশ। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল। তিনি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের তালিকায় নেয়ার পরিকল্পনা নিয়েছেন। তিনি বাংলাদেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ উৎখাত করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার পাবনার সাাঁথিয়ায় জাতীয় শোকদিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আলোচনায় অংশ নেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাকিম, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক তপন হায়দার সান, আ’লীগ নেতা হাসান আলী খান, আলহাজ¦ রবিউল করিম হিরু, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments