শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeরাজনীতিরংপুর সদর উপ-নির্বাচনে বিএনপি অংশ নিবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত ৭...

রংপুর সদর উপ-নির্বাচনে বিএনপি অংশ নিবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত ৭ সেপ্টেম্বর: ফখরুল

জয়নাল আবেদীন: বিএনপি‘র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই। রংপুর সদর ৩ আসনে উপ নির্বাচনে বিএনপি অংশ নিবে কি না সে বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর পার্লামেন্টারি বোর্ডে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে । তিনি বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে করতেই মোজাফফর হোসেন মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন । দীর্ঘ ৪২ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল একই ঘরে অবস্থান করেছেন তিনি । কোন লোভে মোহে পড়ে তিনি কোন ঘর পরিবর্তন করেননি । তার মূল্যায়ন দল অবশ্যই করবে । মঙ্গলবার বিকেলে সদ্য প্রয়াত রংপুর মহানগর বিএনপি‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের পরিবারকে সান্তনা ও সমবেদনা জানাতে এসে এসব কথা বলেন । এসময় পরিবারের পক্ষ থেকে বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলামের কাছে রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রয়াত মোজাফফরের স্ত্রী সুফিয়া হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবী জানানো হলে মির্জা ফকরুল এব্যপারে কোন কথা বলেননি।এর পর তিনি নগরির শালবন মিস্ত্রিপাড়াস্থ কবরস্থানে মোজাফফর হোসেনের কবর জিয়ারত করেন।এসময় তার সাথে ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহামেদ, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু সাবেক সাধারণ সম্পাদক সামছু জ্জামান সামুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments