শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeরাজনীতি'সরকারের পতন না হলে খালেদা জিয়ার মুক্তি মিলবে না'

‘সরকারের পতন না হলে খালেদা জিয়ার মুক্তি মিলবে না’

জয়নাল আবেদীন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী আবেদ রেজা বলেছেন, সাদেক হোসেন খোকার মত নেতা বারবার তৈরি হবে না। তার মৃত্যুতে শুধু বিএনপি নয়, দেশবাসীও শোকাহত। আমরা চাই খোকাকে শেষবারের মত দেখতে কারাবন্দি খালেদা জিয়াকে যেনো মুক্তি দেওয়া হয়। সরকারসহ প্রশাসনের কাছে দাবি করছি, প্যারোলে হলেও যেন তার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার বিকেলে রংপুর আইনজীবী সমিতির কার্যালয়ে সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। এসময় আইনজীবী আবেদ রেজা বলেন, সাদেক হোসেন খোকা শুধু বিএনপির নেতা নন। পুরো দেশের নেতা। তিনি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। দেশের উন্নয়নে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্রকামী মানুষের আন্দোলনের নির্ভীক এই সৈনিকের মৃত্যুতে সারা দেশের মানুষ শোকে কাতর। সরকারের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে মুক্তিযোদ্ধা খোকার শেষ ইচ্ছে পূরণ হয়নি। আমরা চাই তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হোক। বক্তারা বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাবন্দি রেখে সরকার নিজের ফায়দা হাসিল করছে উল্লেখ করে সভায় আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতারা বলেন, গণআন্দোলন ছাড়া মুক্তি সম্ভব নয়। গণঅভ্যুথান করতে হবে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও গণতন্ত্রকামী মানুষদের নিয়ে সরকারের পতন নিশ্চিত করা না হলে খালেদা জিয়ার মুক্তি মিলবে না। সারা দেশে ৩৫ হাজার আইনজীবী জাতীয়তাবাদী ফোরামে আছেন। এই সংখ্যা আগামীতে আরও বাড়বে। সভায় বক্তব্য রাখেন- ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন, মুশফিকুর রহিম তুহিন, ব্যরিস্টার রাজীব প্রধান, রংপুর ইউনিটের সভাপতি একরামুল হক. সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জাবেদ ইকবাল, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ-উন-নবী ডন প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments