বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ জনকে ৮ দিনের রিমান্ড

কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ জনকে ৮ দিনের রিমান্ড

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবা সহ আটক পিতা-পুত্র, জামাই ও তার সহযোগীকে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে। আবেদনের শুনানী শেষে পিতা মো: ইউসুফ তালুকদার ও পুত্র আলমাস তালুকদারের ৫দিন এবং জামাই মুসা ঘরামী ও তার সহযোগী সুমন মাঝির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।মঙ্গলবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: শিহাব উদ্দীন এ আদেশ প্রদান করেন।একই সাথে বিজ্ঞ আদালত আসামীদের রিমান্ড চলাকালীন সময়ে উচ্চ আদালতের নির্দেশ অনুসরন করে রিমান্ড পূর্ব ও পরবর্তী সময়ে মেডিকেল রিপোর্ট সহ প্রতিবেদন দাখিলের আদেশ প্রদান করেন। গত শুক্রবার গভীর রাতে ৪০ হাজার পিস ইয়াবা সহ পিতা মো: ইউসুফ তালুকদার (৭০), পুত্র মো: আলমাস তালুকদার (৪২), জামাই মো: মুসা ঘরামী (৩২) ও তার সহযোগী সুমন মাঝি (২৭) গ্রেফতার করে। এ বিষয়ে কলাপাড়া থানার এসআই আবুল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৫ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী বনি আমিন তালুকদার (৩৫) এখনও পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক বিপ্লব মিস্ত্রী বলেন,আসামীদের আদালত থেকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে বিপুল পরিমান ইয়াবার উৎস্য,অর্থ যোগানদাতা, সরবরাহ ও বিক্রয়ের সাথে কারা কারা জড়িত তাদের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হবে। এছাড়া পলাতক আসামী বনি আমিন তালুকদারের অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করা সম্ভব হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments