বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিনীরবতা ভাঙলেন মেয়র খোকন, বললেন ‘আলহামদুলিল্লাহ’

নীরবতা ভাঙলেন মেয়র খোকন, বললেন ‘আলহামদুলিল্লাহ’

সদরুল আইন: অবশেষে নীরবতা ভাঙলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাইদ খোকন।আজ সোমবার বিকেল ৩টার কিছু পর নগরভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার বিষয়ে মুখ খুলেছেন খোকন।

তিনি বলেন, বাবার অবর্তমানে আমার নেত্রী শেখ হাসিনাই আমার অভিভাবক। আমার নেত্রী আমার জন্য যেটা ভালো মনে করবেন তিনি সেটা করবেন।

আমার নেত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করেছেন তিনি সেটা আমার জন্য করেছেন। আমি খুশি মনে বলতে চাই, ‘আলহামদুলিল্লাহ’।

আমার নেত্রী আমার জন্য যে সিদ্ধান্ত দিয়েছেন ‘আলহামদুলিল্লাহ’।

মেয়র খোকন আরও বলেন, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের। রাব্বুল আলামিন যাকে ইজ্জত দান করেন, যাকে অপমানিত করেন, সমস্ত ক্ষমতা মহান রাব্বুল আলামিনের।

আমার নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি খুশি মনে, হাসি মনে তা মেনে নিয়েছি। তিনি যেটা আমার জন্য ভালো মনে করেছেন, ন্যায্য মনে করেছেন তিনি সেটা করেছেন।

ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আলোচনা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের কে প্রার্থী হচ্ছেন?

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত রোববার (২৯ ডিসেম্বর) ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।

ফলে ডিএসসিসির নির্বাচনে মেয়র পদ থেকে ছিটকে যান বর্তমান মেয়র সাঈদ খোকন।

এ বিষয়ে গতকাল (রোববার) সাঈদ খোকনের মন্তব্য জানতে চান গণমাধ্যম কর্মিরা কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দলের মনোনয়ন ঘোষণার দিন নিজ বাসাতেই ছিলেন মেয়র সাঈদ খোকন।

এছাড়া গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয় নগর ভবনেও যাননি।

তবে আজ (সোমবার) নিজ থেকেই গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments