বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিসিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ার আশা করে জাপা: রংপুরে জি এম কাদের

সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ার আশা করে জাপা: রংপুরে জি এম কাদের

জয়নাল আবেদীন: জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শনিবার বিকেলে দলের সাবেক চেয়ারম্যান প্রয়াত এরশাদের কবর জিয়ারত করেন । জাপা চেয়ারম্যান জিএম কাদের,মহাসচিব মশিউর রহমান রাঙ্গা রুল আমিন হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ নগরীর পল্লী নিবাসে এরশাদের কবর জিয়ারত ও দলের নেতাকর্মীর সাথে মত বিনিময় করেন। কেন্দ্রীয় কাউন্সিলের দুই সপ্তাহ পর দলের চেয়ারম্যান-মহাসচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ এই প্রথম সাবেক রাষ্ট্রপতি,জাপা’র প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদের কবর জিয়ারত করতে রংপুরে এসেছেন। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন,আমাদের সংবিধানের কারনেই আমরা ওয়েস্ট মিনিস্টার সিস্টেম ফলো করতে পারি না। আমাদের একটি ধরা বাধা নিয়মের মধ্যে গণতন্ত্র চর্চা করতে হয়। এরই মধ্যে দিয়ে গণতন্ত্র চর্চা চলছে এবং গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাচ্ছে।তিনি সাংবাদিকদের আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করে বলেন,আমরা আশাবাদী একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। ভোটাররা জাতীয় পার্টির পক্ষেই রায় দেবেন বলে আশা করছি। আমরা নির্বাচনে আচারণ বিধি মেনে সকল ধরনের কার্যক্রম পরিচালনা করাসহ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবো।জিএম কাদের বলেন, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে নানা শঙ্কা বিরাজ করছিলো। কিন্তু ২৮ ডিসেম্বর কাউন্সিলের মাধ্যমে দলে নতুন নেতৃত্ব এসেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে আমরা জাতীয় পার্টির ঘাঁটি রংপুরে এসে হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করলাম। জাতীয় পার্টির চেয়ারম্যানের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। তাঁর রাজনৈতিক দর্শন ও আদর্শ আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পনির আহমেদ আহসান আদেলুর রহমান, অ্যাড. সালমা আলী, জিয়া উদ্দিন বাবলু, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments