শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeরাজনীতিছাত্রলীগকে কেন্দ্র ‘দখল ও নিয়ন্ত্রণে’ রাখার আহ্বান আ. লীগ নেতার

ছাত্রলীগকে কেন্দ্র ‘দখল ও নিয়ন্ত্রণে’ রাখার আহ্বান আ. লীগ নেতার

বাংলাদেশ প্রতিবেদক: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের দিন ভোটকেন্দ্র ‘দখল ও নিয়ন্ত্রণে’ রাখতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান।
গতকাল (২৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতিসহ কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় আবদুর রহমান বলেন, “আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের ভোট দেবেন এবং কেন্দ্র আপনাদের নিয়ন্ত্রণে রাখবেন।”
ছাত্রলীগের সাবেক এ সাধারণ সম্পাদক আরও বলেছেন, “অনেকগুলো গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে জানিয়েছে, ব্যারিস্টার তাপস প্রায় ৫৭ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন। তাপসের আসন্ন বিজয়ের বিষয় জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত।”
“তাই তাদেরকে মাঠ থেকে উচ্ছেদ করতে আপনাদের প্রস্তুত থাকতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেছেন, “আমাদের সবার নীতি-লক্ষ্য এক ও অভিন্ন। তা হলো, নৌকা প্রতীক নিয়ে যারা লড়াই করছেন, তাদের সবাইকে সহায়তা করা।”
তিনি আরও বলেছেন, “সুন্দর ঢাকা প্রতিষ্ঠা করতে আমাদের পছন্দের প্রার্থী তাপসকে নির্বাচিত করা আমাদেরই দায়িত্ব। তাকে ছাড়া অন্য কাউকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমরা কল্পনাও করতে পারি না।”
অনুষ্ঠানে তাপস বলেছেন, তিনি মেয়র নির্বাচিত হলে ঢাকাবাসীর জন্য ২৪ ঘণ্টা নগর ভবন খোলা থাকবে।
ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments