শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeরাজনীতিঅতীতে ভিক্ষার ওপর নির্ভর করত দেশের উন্নয়ন বাজেট: আইনমন্ত্রী

অতীতে ভিক্ষার ওপর নির্ভর করত দেশের উন্নয়ন বাজেট: আইনমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু ও তার পরিবারকে খুন করে বাংলাদেশকে খুন করতে চেয়েছিল হত্যাকারীরা। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারেনি। ২১ বছর আমাদের অপেক্ষা করতে হয় বঙ্গবন্ধু পরিবারের এক সদস্যের ওপর। বঙ্গবন্ধুকে হত্যার পর রাজাকার-আলবদর-আলশামস দেশ চালাত। তাদের গাড়িতে জাতীয় পতাকা ছিল। এরা ভিক্ষার ঝুলি নিয়ে ইউরোপে যেত। কে কতো সাহায্য-ঋণ দেবে এর ওপর নির্ভর করত বাংলাদেশের উন্নয়নের বাজেট ঘোষণা।

শুক্রবার দুপুরে কসবা টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কসবা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতা থাকায় দেশের মর্যাদা বেড়েছে। জনগণ উন্নয়ন দেখছে। আগামী জুন মাসে পদ্মা সেতু দিয়ে আমরা দক্ষিণ বাংলায় যাব।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রধান বিচারপতি সিনহা প্রসঙ্গে আনিসুল হক বলেন, দুর্নীতি মামলা করেছে দুদক। এ বিষয়ে দেশের আইনমন্ত্রী হিসেবে আমার কোনো বক্তব্য নেই। দুদক তদন্ত করে সত্যতা পেলে চার্জশিট দেবে। আমি কোনো মন্তব্য করব না।

পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রতন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, আওয়ামী লীগ কসবা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক কসবা পৌর মেয়র এমজি হাক্কানী।

সম্মেলনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রার্থী ছিলেন। তবে সম্মেলনে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়নি। আইনমন্ত্রী এককভাবে নতুন কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ করবেন বলে ঘোষণা দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments