রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeরাজনীতিঅচিরেই বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে: মির্জা ফখরুল

অচিরেই বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অচিরেই বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে। সরকার যেভাবে দেশের অর্থনৈকি ব্যবস্থা ধ্বংস করেছে তাতে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বাধ্য।

শুক্রবার (১৩ মে) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি বাসুদেবপুরে ২০১৪ সালে ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে হতাহত দলীয় নেতাকর্মীদের পরিবারের খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মির্জা ফখরুল আরো বলেন, দেশের অর্থব্যবস্থা যেভাবে ধ্বংস করা হচ্ছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে করে মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না। অপর দিকে সরকার ঋনের বোঝা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। সেই সাথে প্রত্যক্ষভাবে সরকারের মদদে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তেলসহ জিনিসপত্রের দাম বাড়াচ্ছে।

দেশকে এমন সঙ্কট থেকে মুক্তি দিতে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান মির্জা ফখরুল।

এ সময় জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নূর করিম, নূর এ শাহাদাৎ স্বজন, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুবদল সভাপতি মাহবুল্লাহ্ আবু নুরসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments