শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeরাজনীতি'বিএনপি নামক স্বাধীনতা বিরোধী অপশক্তিকে একসময়ে হারিকেন দিয়ে খুঁজতে হবে'

‘বিএনপি নামক স্বাধীনতা বিরোধী অপশক্তিকে একসময়ে হারিকেন দিয়ে খুঁজতে হবে’

স্বপন কুমার কুন্ডু: আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি-জামায়াত স্বাধীনতা বিরোধী চক্রটি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বিরুদ্ধে। তারা জানে, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকেলে ভবিষ্যতে তাদের আর এদেশে রাজনীতি করার সুযোগ থাকবে না। মানুষ এখন তাদের দিক থেকে মূখ ফিরিয়ে নিয়েছে। পাকিস্তান আমলে একসময়ে মুসলিম লীগের আধিপত্য ছিল, তাদের প্রতিক ছিল হারিকেন। এখন হারিকেন দিয়েই হারিকেন খুঁজতে হয়। ঠিক তেমনিভাবেই জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে বিএনপি নামক স্বাধীনতা বিরোধী অপশক্তিকে একসময়ে এদেশে হারিকেন দিয়ে খুঁজতে হবে।

শুক্রবার (৩ জুন) দুপুরে ঈশ্বরদীতে কৃষক উন্নয়ন সোসাইটি আয়োজিত দুই দিন ব্যাপী লিচু মেলার সমাপনি দিনে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় এমপি হানিফ দলীয় নেতা-কর্মী ও উপস্থিত কৃষকদের নিকট অনুরোধ জানিয়ে বলেন, সরকারের উন্নযনের ধারা অব্যাহত রাখাতে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে হবে। রাষ্ট্রিয় ক্ষমতায় আনার জন্য আমাদের নেতা-কর্মীদের সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে উন্নয়নের কথা। উন্নয়নের সুফল সঠিকভাবে তুলে ধরা হলে আগামী নির্বাচনেও শতকরা ৮০ ভাগ মানুষ শেখ হাসিনার উপর ভরসা রেখে রায় দিবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, একসময়ে দিনাজপুরের লিচু বিখ্যাত থাকলেও এখন বাংলাদেশে সবচেয়ে বিখ্যাত লিচু এবং সবচেয়ে বেশী উৎপাদন ঈশ্বরদীতে হচ্ছে। এখানকার লিচুর মান উন্নত এবং লিচু সংরক্ষণের জন্য এখানে লিচু গবেষণাগার স্থাপনের বিষয়ে আমার প্রচেষ্টা থাকবে। এই বছরের মধ্যেই যাতে গুরুত্বপূর্ণ ঈশ্বরদী বিমানবন্দর চালু করার জন্যও প্রচেষ্টা থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি হানিফ। সভাপতিত্ব করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা কুয়াশা মাহমুদ।

মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সেলিম আরতাফ জজ, বিএসআরআই মহাপরিচালক ড. আমজাদ হোসেন, ডাল গবেষনা কেন্দ্রের পরিচালক ড. মোঃ মহি উদ্দিন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আ’লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, পাবনা জেলা আ’লীগের সাবেক উপদপ্তর সম্পাদক ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু, বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ জালাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মুরাদ আলী মালিথা, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ,সোসাইটির সাধারণ সম্পাদক আবুল হাসেম প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments