বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeরাজনীতিনির্বাচনে কারচুপির জন্যই কেয়ারটেকার সরকারের আবির্ভাব: আইনমন্ত্রী

নির্বাচনে কারচুপির জন্যই কেয়ারটেকার সরকারের আবির্ভাব: আইনমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: নির্বাচনে কারচুপির জন্যই কেয়ারটেকার সরকারের আবির্ভাব হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রোববার দুপুরে নতুন অভিযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, এদেশে কেয়ারটেকার সরকারের আবির্ভাবই হয়েছিল নির্বাচনে কারচুপি করার জন্য। তাই দেশের সর্বোচ্চ আদালত কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে অবৈধ বলে রায় দিয়েছে। সে আলোকে সংসদে সংবিধান সংশোধন করা হয়েছে।

তিনি বলেন, কেয়ারটেকার সরকার আসার আর কোনো সুযোগ নেই। এদেশে নির্বাচন সংবিধানের আলোকেই হবে।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সাহেবরা সংবিধান পড়েন না। তারা বড়জোড় মিলিটারি অ্যাক্ট পড়েন। নির্বাচনের তফসিল হবার পর সকল প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। সেখানে সরকারের কিছুই করার থাকে না।

প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, ‘আপনারা ১৯৯৬ সালে নির্বাচন দেখেছেন, আপনারা ২০০৬ থেকে ২০০৭ সালের প্রথম দিকে নির্বাচনের প্রস্তুতি দেখেছেন। এ অপকর্মের জন্য তত্ত্বাবধায়ক সরকারের জন্ম। যখন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে মামলা হলো, হাইকোর্ট বলেছে এটি সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কোনো দিনই সংবিধান তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি।

তিনি বলেন, এখন বিএনপি আবারো সেই দাবি তুলেছে। তাদের এ দাবির মানে হচ্ছে, আমরা নির্বাচন করবো, কিন্তু আমাদের জিততে হবে। তাদের অবস্থা সব মানি তালগাছ আমার।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রেস ক্লাব পরিদর্শন করেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আহ্বায়ক রিয়াজ উদ্দিন জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য আ ব ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: শাহগীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র মিসেস নায়ার কবির প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments