শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeরাজনীতিনিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই, সংবিধান অনুযায়ীই নির্বাচন: কৃষিমন্ত্রী

নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই, সংবিধান অনুযায়ীই নির্বাচন: কৃষিমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কে নিষেধাজ্ঞা দিল, কে ভয় দেখাল তা ভেবে লাভ নেই। কারোর ভয়ে সিদ্ধান্ত পরিবর্তন হবে না। সিদ্ধান্ত হবে ১৭ কোটি মানুষের স্বার্থের কথা বিবেচনা করে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে প্রধানমন্ত্রী, আমিসহ সব মন্ত্রী, ডিসি, এসপি সবাই নির্বাচন কমিশনের অধীনে কাজ করব।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার সুজানগর উপজেলার তাতিবন্দ ইউনিয়নের উদয়পুর গ্রামে মাসুদ রানার বাড়িতে ‘ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে’ পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না এমন দাবি করে আবদুর রাজ্জাক বলেন, উন্নত দেশ যারা নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে, আর যারা নিষেধাজ্ঞার অনুমান করছেন, তাদের অনুমান করে লাভ নেই। আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না। কারণ তারা দায়িত্ববোধের পরিচয় দেবে। তারা বিবেকবোধের পরিচয় দেবে।

ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, আমাদের সাধারণ মানুষের প্রশ্ন কেন এ সময় পেঁয়াজের ঘাটতি হয়, দাম অস্বাভাবিক হয়? পেঁয়াজ নিয়ে নানা রকম রাজনীতি শুরু হয়? ঈদ আসলেই আমাদের পেঁয়াজ ব্যবসায়ীরা নানা শুরু ষড়যন্ত্র করেন, সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেন।

কৃষক ও ভোক্তার স্বার্থ বিবেচনা করে পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি পেঁয়াজ সংরক্ষণের সময় কীভাবে বাড়ানো যায়। এজন্য আধুনিক সংরক্ষণাগার স্থাপন করা হয়েছে। আমরা যদি সফল হয়, তাহলে দেশের চাহিদা মিটিয়ে আমরাই ভারতে পেঁয়াজ রপ্তানি করতে পারব। গত বছর আমাদের কৃষিরা দাম পায়নি। অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। এজন্য অনেকে পেঁয়াজ চাষ থেকে বিরত ছিলেন। ফলে পেঁয়াজের উৎপাদন ২-৩ লাখ টন কম হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। দেখছেন এখনও পেঁয়াজ ভালই আছে। তাই দাম বাড়ার কথা নয়। আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করেন। কৃষকের স্বার্থ দেখে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, কৃষিমন্ত্রী ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে আধুনিক পেঁয়াজ সংরক্ষণাগার এবং সনাতন পদ্ধতির পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন করেন।

উল্লেখ্য, পাবনার সুজানগরে প্রথমবারের মতো ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে আধুনিক পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উন্নয়ন সংস্থা ‘আশা’র কারিগরি সহায়তায় উপজেলায় তিনটি এ পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments