মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
Homeরাজনীতিবিএনপির আন্দোলনের সাথে জনগণের সম্পর্ক নেই: হানিফ

বিএনপির আন্দোলনের সাথে জনগণের সম্পর্ক নেই: হানিফ

বাংলাদেশ প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। দেশী-বিদেশীর প্রভুদের ষড়যন্ত্র এবং বিএনপির আন্দোলনে সরকারের পতন ঘটাতে পারবে না।

সোমবার সকালে শহরের পিটিআই রোডে তার বাসভবনে একটি বেসরকারি টেভিশনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির ভরসার জায়গা হচ্ছে ষড়যন্ত্র, আন্দোলন মুখে বলছেন আর ভিতরে তারা করছেন ষড়যন্ত্র। আওয়ামী লীগ বহু ষড়যন্ত্রের মোকাবেলা করেছে এবং আগামীতেও এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করেই নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভের মাধ্যমে আবারো রাষ্ট্র ক্ষমতায় আসবে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। এ কারণে রাজনৈতিক সকল দল নির্বাচনের প্রস্তুতির জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছে। সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ২০১২ সাল থেকে বিএনপি আন্দোলন করে আসছে। বিএনপি আর জামায়াত মুদ্রার এপিট ওপিট। নেতারা বলছেন, জামায়াতের নেতাকর্মীদের সাথে কোনো সম্পর্ক নেই। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।

এ সময় কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, এনটিভির জেলা প্রতিনিধি শ্যামলী খন্দকারসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments