বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
Homeরাজনীতিগানে গানে শুরু আওয়ামী লীগের শান্তি সমাবেশ

গানে গানে শুরু আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বাংলাদেশ প্রতিবেদক: বর্ষার আকাশের হঠাৎ বৃষ্টি। এর মধ্যেই শুরু হয়েছে আওয়ামী লীগের তিন সংগঠনের ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ৷ উপস্থিত সমর্থকদের গান-স্লোগান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকেই সমাবেশস্থলে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের বেশ সংখ্যক নেতাকর্মীকে উপস্থিত থাকতে দেখা যায়।

এর আগে সকাল থেকেই রোদের বেশ তীব্রতা ছিল। এর মধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন সমাবেশস্থলে। দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ বৃষ্টিতে কিছুটা ছন্দপতন ঘটলেও পরক্ষণেই ফের নেতাকর্মীদের আসা স্বাভাবিক হয়।

বৃষ্টিতে ভিজেই স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। বৃষ্টি যেন তাদের উন্মাদনা আরো বাড়িয়ে তুলেছে৷ বৃষ্টিতে ভিজে সমাবেশে যোগ দিতে দেখা গেছে নারী নেতাদেরও।

সাভার, আশুলিয়া, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

তবে নেতাকর্মীদের একাংশকে যেমন বৃষ্টিতে ভিজতে দেখা গেছে, অপর দিকে আরেক অংশ বৃষ্টি থেকে রক্ষা পেতে ছত্রভঙ্গ হয়েছেন।

দুপুর ২টায় অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের দুই অঙ্গ সংগঠন- যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের যৌথ ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ শুরু হয়।

‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক; যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments