আব্দুল লতিফ তালুকদারঃ নির্বাচনে নয়,ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায় বিএনপি। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর)আসনের সংসদ সদস্য ছোট মনিরের সংবর্ধনা ও সরকারের উন্নয়ন সমাবেশে এ সব কথা বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।
বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় টাঙ্গাইলের ভূঞাপুরে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান দাদু ভাই, যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য আবু নাসের ও আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এমপি বলেন, “তারেক জিয়া বিদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং জিয়া বঙ্গবন্ধুর খুনীদের চাকরি দিয়ে বিদেশের মাটিতে পুনর্বাসিত করেছে। ওয়ান ইলেভেনের সময়ে তারেক জিয়া নাকে খৎ দিয়ে আর রাজনীতি করবে বলে দেশ ছেড়ে চলে যায়।”
তিনি আরো বলেন, “আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করে নাই। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার।” আওয়ামী লীগকে হুমকি দিয়ে কোন লাভ হবে না। আওয়ামী লীগ রাজপথে আছে, নির্বাচনের আগ পর্যন্ত রাজপথেই থাকবে। নির্বাচনকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবে। আগামী ২৮ তারিখের সমাবেশের ভয় দেখিয়ে লাভ নেই। রাজপথ
আওয়ামীলীগের দখলে থাকবে।
তিনি আরো বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। ১৯৯১ সালে ক্ষমতায় এসে ১৯৯২ সালে পবিত্র রমজান মাসে ১৭ জন শ্রমিকেকে গুলি করে হত্যা করেন। হত্যা গুম খুনের রাজনীতি বিএনপি করে আওয়ামীলীগ নয়।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো ছোট মনিরকে নৌকা
মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে উন্নয়নের দ্বারা অব্যহত রাখার আহব্বান জানান।