মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Homeরাজনীতিসংলাপের পাঠ শেষ, বললেন ওবায়দুল কাদের

সংলাপের পাঠ শেষ, বললেন ওবায়দুল কাদের

বাংলাদেশ প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, ‘সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। সংলাপের পাঠ শেষ।’

রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ হয় না। বিএনপি সন্ত্রাসী দল, আগুনসন্ত্রাসী। তার প্রমাণ তারা গত ২৮ অক্টোবর আবারও করেছে। কানাডার আদালতও সঠিকভাবেই বলেছে, বিএনপি সন্ত্রাসী সংগঠন।

তিনি বলেন, এক সময় আমরা বলেছিলাম, বিএনপিকে চার দফা দাবি তুলে নিতে। তারপর সংলাপ বিষয়ে আমরা বিবেচনা করব । এখন বিএনপি যা করেছে, সেক্ষেত্রে সংলাপের আর কোনো পরিবেশ নেই।

ওবায়দুল কাদের বলেন, পুলিশ হত্যা, প্রধান বিচারপতি বাসভবন, হাসপাতাল ও সাংবাদিকদের ওপর হামলা এবং হরতাল-অবরোধের নামে বাসে অগ্নিসংযোগের ঘটনার দায় কোনোভাবেই বিএনপি এড়াতে পারে না। যে নেতারা গ্রেপ্তার হয়েছেন, মির্জা ফখরুলসহ একজন নেতাও এর দায় এড়াতে পারবেন না। তাদের নির্দেশেই এই সন্ত্রাস হয়েছে। এসব ঘটনার জন্য বিএনপিই দায়ী।

তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপির বড় বড় নেতাদের নির্দেশে সন্ত্রাস হয়েছে। এই অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে না? তাদের কী ছাড় দেওয়া উচিত? তাদের বিচার হতেই হবে।

সারাদেশে বিজিবি মোতায়েন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, দেশকে খারাপ পরিবেশ থেকে রক্ষা করার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামানো হয়েছে। দেশের মানুষের নিরাপত্তা ও বিএনপির থাবা থেকে রক্ষার জন্য এই বিজিবি মোতায়েন। বিএনপির নেতাকর্মীরা এমনিতেই ভয়ে আছেন।

বিশ্বের ১২টি রাষ্ট্র বাংলাদেশ থেকে পোশাক নিতে অনিচ্ছা প্রকাশ করেছে বলে একটি দৈনিকে প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব গুজব।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিজেরাই আন্দোলন করছে। সেই আন্দোলন নিজেরাই বন্ধ করেছে, নিজেরাই ভণ্ডুলও করছে। আওয়ামী লীগকে খাদে ফেলতে গিয়ে নিজেরাই খাদে পড়েছে, নিজেরাই ফাঁদে পড়েছে। এখন নিজেরাই পরিস্থিতি অস্থির করে বিদেশিদের কাছে আওয়ামী লীগের নাম দিচ্ছে। নানা নাটক করছে তারা। সেই নাটকের পরিচালক তারেক রহমান। আমীর খসরু আওয়ামী লীগকে কখনো বঙ্গোপসাগর, কখনো কর্ণফুলী, আবার কখনো বুড়িগঙ্গায় ফেলে দেন। এখন নিজে কোথায় গেছেন? খবরই নেই।

তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপি যে নাটক সাজিয়েছিল, এই দখল কী না করতে পারে? তারা নাটক সাজিয়েছে, সেদিনই না কি সরকারের পতন হবে! আর সরকার পতনের জন্য বাইডেনের ভুয়া উপদেষ্টা এখানে এনেছে। বাইডেন তো দূরে থাক, তার বাড়ি সিরাগঞ্জের উল্লাপাড়া!

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা পাহাড়ের গুহায় বসে কথা বলছেন। তাদের প্রকাশ্যে দেখা যায় না। বিএনপির এক নেতা বলেছেন- তাদের এক কোটি নেতাকর্মীকে না কি ঘরছাড়া আর আট হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মুখে না বলে তারা তালিকা দিক। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই তালিকা দেব।

তিনি বলেন, তাদের এক কোটি নেতাকর্মী ঘরছাড়া আর আট হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা মিথ্যা। এসব মিথ্যা কথা বলে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে তারা। বিএনপির নেতারা পালিয়েছেন। তাহলে তাদের এক কোটি নেতাকর্মী কোথায় গেলেন?

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী থাকুন না বাইরে। দুই-একজন কথা বলার লোক থাকা দরকার। তবে ইচ্ছে থাকলেও অনেক সময় গ্রেপ্তার করা যায় না। তাদের তো বিভিন্ন সারির নেতারা রয়েছেন। তাদের আসল নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো আছেনই। তিনি বিদেশ থেকে স্কাইপিতে নির্দেশ দিচ্ছেন।

তিনি বলেন, তাদের আমলে এই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কী অবস্থা করে রেখেছিল বিএনপি। তারা আমাদের নেতাকর্মীদের দাঁড়াতেই দেয়নি। বিএনপি-জামায়াত যা করছে, সেটাই এখন আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, দপ্তর সম্পাক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments