শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
Homeরাজনীতিহাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলাদেশ প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা বেশ কয়েকটি গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এদের মধ্যে সেনাবাহিনীর পদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেফতার থাকায় তার বিরুদ্ধে হাজিরা পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। গ্রেফতার হওয়া মাত্র তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওইদিন তদন্ত রিপোর্ট এবং গ্রেফতার সংক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

শেখ হাসিনা ছাড়া অন্যরা হলেন তার প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ বিভিন্ন সংস্থার মোট ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিগত ১৫ বছরে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়। সেটার নাম হচ্ছে গুম ও ক্রসফায়ার। গুমের মাধ্যমে হাজার হাজার মানুষকে বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত, তারপর তারা আর ফিরে আসত না। অধিকাংশই আর ফিরে আসেনি। কেউ কেউ ফিরে এসেছেন। স্বৈরশাসকের অবসানের পর তারা আয়নাঘর বা গুমঘর থেকে ফিরে এসেছে। এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ। বাংলাদেশের ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধ। শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ ও পরিকল্পনায় এবং সেসময় সরকারের যেসব বাহিনী ছিল, তারা কিছু সদস্যকে দিয়ে সংঘবদ্ধ এই অপরাধগুলো করানো হয়েছে।

ট্রাইব্যুনালে যারা গুমের অভিযোগ করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী, মাইকেল চাকমা প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments