শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeপ্রবাসের খবরআমেরিকায় আরও ৫ জনসহ ২০৬ বাংলাদেশির মৃত্যু

আমেরিকায় আরও ৫ জনসহ ২০৬ বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশ ডেস্ক: আমেরিকায় করোনাভারাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ২৭ এপ্রিল পর্যন্ত দাঁড়িয়েছে ৫৬ হাজার ৮০৩ জনে। এই মৃত্যুর তালিকায় আরও পাঁচজন বাংলাদেশির নাম যুক্ত হয়েছে। এ নিয়ে আমেরিকায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২০৬ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

মৃত্যুর তালিকায় যোগ হওয়া ওই পাঁচ বাংলাদেশি হলেন-মোছব্বির আলী, মো. এরশাদ উল্লাহ, মো. মইজুদ্দিন, মোজাফফর ইসলাম ও এন কে এফ হাসান। হাসান (৫৩) নগরীর এস্টোরিয়ার ক্রিসেন্ট স্ট্রিটে পরিবার নিয়ে বসবাস করতেন। ২৭ এপ্রিল তিনি মাউন্ট সিনাই হাসপাতালে মৃত্যুবরণ করেন। ফিউনারেল কাজের সহযোগিতায় জড়িত জুয়েল চৌধুরী জানিয়েছেন, মরহুম হাসানের জন্য বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় ফ্রি কবরের ব্যবস্থা করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments