শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeপ্রবাসের খবরকরোনায় আক্রান্ত হয়ে সৌদিতে আরও ৯ বাংলাদেশির মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সৌদিতে আরও ৯ বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরও ৯ প্রবাসী বাংলাদেশি মারা গেছে। এ নিয়ে সৌদিআরবে করোনায় প্রাণ গেল ৬৪ বাংলাদেশির।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মো: ফখরুল ইসলাম জানান, সৌদিতে মৃত্যুবরণকারী ৬৪ জনের মধ্যে রিয়াদে (দূতাবাসের অধীক্ষেত্র , পুর্বাঞ্চল) ৯ জন এবং জেদ্দা (কনসুলেটের অধীক্ষেত্র, পশ্চিমাঞ্চল) ৫৫ জন।

গত ২মার্চ থেকে সৌদিতে সংক্রমণ শুরু হয় করোনাভাইরাসের। সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয় এ পর্যন্ত ৩লাখ ৭৬ হাজার ৬০৭ জনের মধ্যে পরীক্ষা চালিয়ে ৩০ হাজার ২৫১ জনের কভিড-১৯ পজিটিভ হিসাবে শনাক্ত করেছে। এর মধ্যে মারা গেছেন ২০০ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৩১ জন। বর্তমান চিকিৎসাধীন রয়েছেন ২৪ হাজার ৬২০ জন।

দূতাবাসের তথ্য অনুযায়ী, সৌদিতে ৩৭১৭ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এর মধ্যে ৩হাজার ৫৯১ জন পুরুষ এবং ১২৬ জন নারী রয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments