বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeখেলাধুলাটাইগারদের শ্রীলঙ্কা সফর পিছিয়েছে

টাইগারদের শ্রীলঙ্কা সফর পিছিয়েছে

বাংলাদেশ প্রতিবেদক: অবশেষে আশঙ্কাই সত্যি হলো। বেশ কিছুদিন ধরেই শ্রীলঙ্কা সফর নিয়েই পাল্টাপাল্টি মতবিরোধ চলছিল বিসিবি এবং লঙ্কান ক্রিকেট বোর্ডের মধ্যে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত এলো। পিছিয়ে যাচ্ছে টাইগারদের লঙ্কা সফর। এ খবর নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

তবে দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও অনুশীলন ক্যাম্প শুরু করেছিল টাইগাররা। কোভিড টাস্কফোর্সের কাছে বারবার শর্ত শিথিলের আবেদন জানালেও, কোনো সুরাহা করতে পারেনি লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কায় সফরের ক্ষেত্রে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম রাখা হয়। তবে এ নিয়ে মতবিরোধ দেখা দেয় দুই দেশের বোর্ডের মধ্যে। তাই অপেক্ষার প্রহর গুণতে হচ্ছিল টাইগারদের। তবে সবকিছু ছাপিয়ে ক্রিকেটারদের আইসোলেশনে রেখেই ক্রিকেটারদের অনুশীলন চালিয়ে যাচ্ছিল তামিম-মুশফিকরা।

শেষ পর্যন্ত পেছানো হলো সফরের দিন তারিখ। আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে শ্রীলঙ্কা সফরে যাবে বলে জানিয়েছেন আকরাম খান।

পূর্ব সূচী অনুযায়ী চলতি মাসের ২৭ তারিখ জাতীয় দল এবং এইচপি দলের লঙ্কা সফরে যাওয়ার কথা ছিল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments