শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeখেলাধুলাএবার দেশের নামের বানানই ভুল করল বিসিবি!

এবার দেশের নামের বানানই ভুল করল বিসিবি!

বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি শুরুর সময় সকাল ১০টার জায়গায় লেখা হয়েছিল রাত ১০টা। এবার অফিসিয়াল খেলোয়াড় তালিকাতেও দেখা মিলল বানান ভুলের। বাংলাদেশের খেলোয়াড় তালিকায় খোদ দেশের নামের বানানই ভুল করেছে বিসিবি।

শুক্রবার চট্টগ্রামে প্রথম টেস্টে টসের পর সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমের কাছে অফিসিয়াল খেলোয়াড় তালিকা পাঠায় বিসিবি। তাতে ইভেন্টের ঘরে লেখা পাকিস্তান বানান ঠিক থাকলেও ভুল হয় বাংলাদেশ বানান। বাংলাদেশের ইংরেজি বানানে ‘n’ এর পরিবর্তে লেখা ছিল ‘m’। তাতে বাংলাদেশের বদলে শব্দটি হয়ে যায় ‘বামগলাদেশ’!

আগের দিন পাওয়া যায় টিকেটে ছাপার গোলমাল। টিকেটে ম্যাচ শুরুর সময়ে 10AM-এর জায়গায় ভুল করে ছাপা হয়েছে 10PM! তাতেই বেঁধেছে গোলমাল, তৈরি হয়েছে হাস্যরসের। বিসিবির নজরে আনা হলে তারা জানিয়েছে, টিকেট ছাপা করতে গিয়ে ভুলবশত এএম এর জায়গায় পিএম চলে এসেছে।

এদিকে টিকেটের ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের সমালোচনার মুখে পড়ে বিসিবি। এরপর খেলোয়াড় তালিকাতেও মিলল টাইপিংয়ের গোলমাল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments