বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeখেলাধুলাপাকিস্তানের বিরুদ্ধে হেরেও খুশি পাপন

পাকিস্তানের বিরুদ্ধে হেরেও খুশি পাপন

বাংলাদেশ প্রতিবেদক: বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে এমন হারেও খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, তারুণ্যে ঠাসা দলটি হারলেও দারুণ ফাইট করেছে। যাতে তিনি বেশ খুশি।

শনিবার মিরপুরে সাংবাদিকদের সামনে বিসিবি বস বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে আমাদের দলটি ছিল তরুণদের সমন্বয়ে গড়া। এমন দল নিয়েও তারা দারুণ লড়াই করেছে। দুটি ম্যাচ একটুর জন্য জিততে পারি নাই। সেই হিসেবে আমি বলব, এমন দল নিয়েও ওরা যেভাবে খেলেছে, তাতে আমি খুশি।’

টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না সাকিব। আফসোস বিসিবি সভাপতির। তার মতে, ‘এই সিরিজে যদি সাকিব থাকতো, তাহলে কিছু একটা হয়েও যেতে পারত। কারণ প্রায় ম্যাচেই দুই-চার ওভারে প্যাঁচ লেগে যায়। সেখানে সাকিব থাকলে নির্ধারিত ৪টি ওভার তো সে করতে পারত।’

বিসিবি সভাপতির আহ্বান, ‘ক্রিকেটারদের সমালোচনা কম করুন। তাদের পাশে দাঁড়ান। সাপোর্ট করুন। এই যে বাবর আজম, পাকিস্তানের অধিনায়ক। ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান। সেও তো বাংলাদেশ সফরে রান পাচ্ছে না। তাই বলে কি তাকে সমালোচনা করতে হবে। মোটেও না।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments