শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeখেলাধুলাফিলিস্তিনিদের সাহায্যের আহ্বান অস্ট্রেলিয়ান বক্সারের

ফিলিস্তিনিদের সাহায্যের আহ্বান অস্ট্রেলিয়ান বক্সারের

বাংলাদেশ ডেস্ক: ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত বক্সার বিলি দিব। একইসাথে তাদের ওপর ইসরাইলের দখলদারিত্ব ও সীমালঙ্ঘনের বিষয়ে কথা বলারও অনুরোধ জানিয়েছেন তিনি।

সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে বিলি দিব এই আহ্বান জানান।

তিনি আরো বলেন, নিপীড়নের ৭৪ বছর হলো। এটা যথেষ্ঠ! আমরা কখন ফিলিস্তিনে ঘটমান জুলুমের মোকাবেলা করব?

ভিডিওতে এই অজি খেলোয়াড় তার ভক্ত ও অনুসারীদের ফিলিস্তিনি ইস্যু ও ইসরাইলি দখলদারিত্বের বিষয়ে ব্যাপক প্রচার ও সচেতনতা সৃষ্টির প্রতি উৎসাহ দেন।

তিনি বলেন, এসো বন্ধুরা! যদি তোমাদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যম থাকে, তাহলে তা ব্যবহার করে সুবিধা নাও। তোমরা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সমর্থন ব্যক্ত করো।

উল্লেখ্য, বিলি দিব আগে থেকেই সবসময় ফিলিস্তিনি জনগণের পক্ষে সোচ্চার ছিলেন এবং বিভিন্ন সময় ইসরাইলের নিপীড়ন ও নির্যাতনের বিরোধিতা করে আসছেন।

সূত্র : আলজাজিরা

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments