শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeখেলাধুলাইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ প্রতিবেদক: প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানির ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে চোখ ধাঁধানো জয় পেয়েছিল বাংলাদেশ। সব বিভাগে জ্বলে উঠে আধিপত্য বিস্তার করে জিতে নিয়েছিল সেই ম্যাচ। আজো জয় পেতে সম্মিলিতভাবে সবার জ্বলে উঠার বিকল্প নেই। যার যার জায়গা থেকে শতভাগ দিতে হবে সবাইকেই। ফলে প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখাই এখন মূল লক্ষ্য বাংলাদেশের সামনে।

তবে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাধার নাম হয়ে উঠতে পারে মিরপুরের পিচ। প্রতি বছর শত শত ম্যাচ খেলেও এখনো মিরপুরে উইকেটের রহস্যই খুঁজে পায়নি টাইগাররা, পায়নি এই উইকেটগুলোর চরিত্র বুঝতে। এছাড়া বাকি সব ঠিকঠাক। অধিনায়ক সাকিব নিজের মতো করে সাজিয়ে নিচ্ছেন সবটাই। সাজিয়ে নিয়েছেন গেম প্ল্যান আর একাদশটাও।

প্রথম ম্যাচে এমন জয়ের পর দ্বিতীয় ম্যাচে পরিবর্তন আসাটা বিলাসী সিদ্ধান্তই বটে। সেই বিলাসিতায় বাংলাদেশ গা ভাসাবে কিনা তা সময়ই বলে দেবে। তবে মাঠটা যখন মিরপুর, তখন একটা পরিবর্তন আসলে আসতেও পারে। সম্ভাবনা কম থাকলেও তানভীর ইসলামের অভিষেক হয়ে যেতে পারে। তবে কার জায়গায় খেলবেন তানভীর, তা খুঁজে বের করাটাও কঠিন। যেখানে সবচেয়ে সহজ উত্তর মোস্তাফিজুর রহমান। যদিও সম্ভাবনা খুবই কম।

সম্ভাব্য একাদশ : রনি তালুকদার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, শামিম পাটোয়ারী, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments