বাংলাদেশ প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। রদবদল আছে বেশ কয়েকটি, তবে চমক নেই কোনো। টেস্ট দলে না থাকলেও ওয়ানডে দলে আছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলি রাব্বি ও মৃত্যুঞ্জয় চৌধুরী। রনি ও মৃত্যুঞ্জয় শেষ সিরিজে খেলার সুযোগ পেলেও কোনো ম্যাচ না খেলেই বাদ গেলেন ইয়াসির। তাদের বদলে দলে ফিরেছেন তাসকিন, আফিফ, নাইম শেখ।
ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্মেন্সের পুরস্কার পেয়েছেন আফিফ ও নাইম। আবাহনীর হয়ে ১৬ ইনিংস খেলে আসর সর্বোচ্চ ৯৩২ রান করেন নাইম। একই দলের হয়ে ১৫ ম্যাচে ১১০.৬৬ স্ট্রাইকরেটে ৫৫০ রান করেন আফিফ।
আগামী জুলাইয়ে চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। খেলাগুলো মাঠে গড়াবে ৫, ৮ ও ১১ জুলাই।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, নাইম শেখ।