রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeখেলাধুলাঢাকা মারকেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক গলফ কাপ টুর্নামেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ঢাকা মারকেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক গলফ কাপ টুর্নামেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

কক্সবাজার প্রতিনিধিঃ রামু সেনানিবাসে অবস্থিত গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার (GCCC) এ গত ২৪-২৭ তারিখ পর্যন্ত “THE 3RD DHAKA MERCANTILE CO-OPERATIVE BANK GOLF CUP TOURNAMENT 2023 অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল হতে সর্বমোট ৯০ জন পুরুষ গলফার এবং ৩০ জন মহিলা গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি স্বনামধন্য প্রতিষ্ঠান ঢাকা মারকেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক কর্তৃক স্পন্সর করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান, এনডিসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে চেয়ারম্যান, ডিএমসিবি, গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী ও ডিএমসিবি এর উর্ধ্বতন কর্মকর্তা সহ কক্সবাজার অঞ্চলের সেনা অফিসার ও গলফার গন উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments