শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeপ্রশাসন২ হেলিকপ্টার যুক্ত হচ্ছে পুলিশে, রাশিয়ার সঙ্গে চুক্তি

২ হেলিকপ্টার যুক্ত হচ্ছে পুলিশে, রাশিয়ার সঙ্গে চুক্তি

বাংলাদেশ প্রতিবেদক: জননিরাপত্তা বিধান এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা ও দক্ষতা আরও বাড়াতে বাহিনীতে যুক্ত হচ্ছে দুটি হেলিকপ্টার। এজন্য জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে কেনা হচ্ছে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার।

শুক্রবার সকালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এবং জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক অ্যান্ড্রে বগিনস্কি ভার্চুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

পুলিশ সদরদপ্তরের হল অব প্রাইডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেপান্দার ভি মান্টিটস্কি, পুলিশের অতিরিক্ত আইজিপি ও ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।

জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments