আজকের কাগজ: রাজধানীর গোপীবাগ রেললাইনের কাছে শারমিন (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোহেল (২৫) নামের এক ব্যক্তিকে গণধোলাইয়ের পর পুলিশের দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার সোহেল পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ওয়ারী থানার এসআই মো. হারুন অর রশিদ জানান, নিহত শারমিন পরিবারে সঙ্গে সূত্রাপুরের কে এম দাস লেন এলাকায় থাকতো। মঙ্গলবার বিকেলে বাসা থেকে বের হহওয়ার পর বখাটে সোহেল পেছন থেকে ধারালো বটি দিয়ে শারমিনের ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন সোহেলকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সোহেল বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। সোহেল শারমিনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতো।