বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা শুরু

জয়পুরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা শুরু

এস এম শফিকুল ইসলাম: খুদে বিজ্ঞানীদের খুঁজে বের করতে জয়পুরহাটে বিসিএসআইআর চত্বরে আয়োজিত ৩দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা বৃহস্পতিবার হতে শুরু হয়েছে। ওইদিন সকাল ১১টায় এ মেলার উদ্বোধন করেন ঢাকা বিসিএসআইআর এর সদস্য যুগ্ম সচিব মুহাম্মদ শওকত আলী। বিসিএসআইআরের পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জান,পুলিশ সুপার রশীদুল হাসান,জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারি পরিচালক মাহফুজুর রহমান,বিসিএসআইএর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড.মধুসূদন সাহা। মেলায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ১৪টি বিজ্ঞান ক্লাবসহ মোট ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৭ জন খুদে বিজ্ঞানী ৪৫টি স্টলের মাধ্যমে তাদের উদ্ভাবিত ১৬০টি গবেষণা প্রকল্প প্রদর্শন করছে। আগামী ১৯ জানুয়ারী বিকেলে মেলা শেষে বিজয়ীদের পুরুস্কৃত করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments