শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের কাজে ধীরগতি-অনিয়ম

রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের কাজে ধীরগতি-অনিয়ম

তাবারক হোসেন আজাদ: রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়ক বছর পার হলেও শেষ হয়নি সংস্কার কাজ, অনিয়ম-জনদূর্ভোগ, ৭৪ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৬৯ টাকা বরাদ্দের ২০ কিঃমিঃ লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহা-সড়কের নির্মাণকাজ গত এক বছরও শেষ হয়নি। ঠিকাদারের গাফিলতি, অবহেলা, অনিয়ম, সড়কে ধুলায় পানি না দেওয়া ও নিম্নমানের কংকর ব্যবহার করে ঢিলেঢালাভাবে চলছে সড়কের কাজ। অর্ধেক কাজ করলেও বাকী কাজ গত ৬ মাস ধরে বন্ধ রয়েছে। সড়কের দু’পাশ থেকে মাটি নিয়ে আবার সড়কে লাগানো হচ্ছে। সড়কে নিয়মিত পানি ছিটানোর কথা থাকলেও তা মানছে না ঠিকাদার। নিয়ম অনুযায়ী প্রতিদিন লরিতে করে ধুলা রোধে পানি ছিটানোর কথা থাকলেও তা না দেওয়ায় আশপাশের গাছপালা ও ফসলের ক্ষেত বিবর্ণ হয়ে গেছে। এতে পথচারী, গ্রামবাসী ও পরিবহন চলাচলে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে। লক্ষ্মীপুর সওজ সূত্র জানায়, লক্ষ্মীপুর থেকে রায়পুরের বর্ডার পর্যন্ত ২০ কিলোমিটার নির্মাণের জন্য ৫৮ কোটি ৯৪ লাখ ১৩ হাজার ৫৭ টাকা বরাদ্দ হয় এবং চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক নির্মাণে ৭৪ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৬৯ টাকা বরাদ্দ হয়। এর মধ্যে নতুন মাটি ব্যবহারের জন্য বরাদ্দ রয়েছে ৮ কোটি ১৯ লাখ ২৭ হাজার ১১৮ টাকা। নতুন মাটি ব্যবহারের জন্য ১০ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৯৩৯ টাকা বরাদ্দ রয়েছে। সংস্কার কাজ দুটি পায় ঠিকাদারী প্রতিষ্ঠান কুমিল্লার রানা বিল্ডার্স। পরে প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে কাজে চুক্তিবদ্ধ হয় হাসান বিল্ডার্স ও মেসার্স সালেহ আহমেদ। তারা ২০১৭ সালের ডিসেম্বরে কাজ শুরু করে আজও ঢিলেঢালাভাবে চলছে এবং আঞ্চলিক মহাসড়কের সংস্কার ও সম্প্রসারণসহ চলছে উন্নয়নের খোঁড়াখুঁড়ি। স্থানীয় এলাকাবাসী জানান, ধীরগতিতে সংস্কার কাজের কারণে বাড়ছে এ সড়কে দুর্ঘটনা ও ধুলাবালুর অত্যাচার। বর্ষাজুড়েই ছিল কাদাপানি আর খানাখন্দকের দুর্ভোগ। গত ৬ মাস কাজ বন্ধ রয়েছে। এখন সড়কে বেরোলেই মুখোমুখি হতে হচ্ছে ধুলাবালির, এই দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী। ধুলাবালুর আন্তরণে ঢাকা পড়ে যাচ্ছে সড়কের আশপাশের ভবন, দোকানপাট ও গাছপালা। এ সড়কে পথচারী আর যাত্রীদের চলাচল করতে হয় নাক ও মুখ চেপে। দেখে মনে হয় মরুভূমিতে বসবাস করছে মানুষ। সড়কে যাওয়া-আসা করতে গিয়ে শ্বাসকষ্ট ও সর্দি-কাশিসহ বিভিন্ন রোগ বালাই দেখা দিচ্ছে। এ যেন দেখার কেউ নেই। সড়কে পানি না দিয়ে ঠিকাদার নিজের ইচ্ছে মতো কাজ করায় উন্নয়নের ধুলায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে এলাকাবাসীর। সড়কটির নির্মাণ কাজ গত বছর কয়েকবার পরিদর্শনে গিয়ে লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান কাজে নি¤œমাণের নির্মাণ সামগ্রী ব্যবহার ও সড়কে পানি না ছিটানোর কারণে ঠিকাদারী প্রতিষ্ঠানের ওপর ক্ষোভ প্রকাশ করে দ্রুত কাজ সমাপ্ত করা ও সড়কে নিয়মিত পানি ছিটানোর জন্যে নির্দেশ দেন। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়কে কাজ তদারকির দায়িত্ব দেন। সড়ক দিয়ে চলাচল করা সংবাদকর্মী ওয়াহিদুর রহমান মুরাদ, মোঃ সোহেল, কলেজ ছাত্র জায়েদ হোসেন ও স্কুল ছাত্র ওসমান বলেন, গুরুত্বপূর্ণ আঞ্চলিক এ মহা-সড়কে ধুলা-বালিতে চলাচল করতে কষ্ট হয়। ধুলা-বালির কারণে আমাদের চোখ জালা পোড়া করে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সড়কের কিছুদূর পর পর এক লেন বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচলের সময় দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন, ধুলার দূষণের কারণে শ্বাসকষ্ট, যক্ষ্মা, হাঁপানি, চোখের সমস্যা, সর্দি, কাশিসহ মানুষ বহু রোগে আক্রান্ত হতে পারে। গত ৬ মাস ধরে অতিরিক্ত ধুলাবালির কারণেই নানা সংক্রামকব্যাধি ছড়িয়ে পড়ছে। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সড়কের আশপাশের বাসিন্দারা ও চলাচলকারী পরিবহনের যাত্রীরা। লক্ষ্মীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ঠিকাদারকে সড়কে নিয়মিত পানি ছিটানোর জন্য বলা হয়েছে। কয়েকদিনের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এব্যাপারে যোগাযোগ করা হলে হাসান বিল্ডার্স ও মেসার্স সালেহ আহমেদ জানান, অর্থনৈতিক ও সড়ক সংস্কার কাজে ব্যবহারকৃত যন্ত্রপাতির কারণে সড়কে কাজ একটু দেরী হচ্ছে। সহসায় বাকী কাজগুলো শেষ করা হবে। পানি ছিঠানো ব্যবস্থা করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments