শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে ৬ কোটি টাকা ব্যায়ে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

রায়পুরে ৬ কোটি টাকা ব্যায়ে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেঘনা উপকূলীয় বেড়ীবাধঁসহ প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে পৃথক ৪টি গ্রামীণ সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সিডিউল বহির্ভূতভাবে দরপত্রের শর্ত ভঙ্গ করে কাজ করায় জন-প্রতিনিধিসহ স্থানীয়রা বাধা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। গত ১০ ফেব্রুয়ারী উপজেলা প্রকৌশলী সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে সঠিকভাবে কাজ করার জন্য ঠিকাদারদের কঠোর নির্দেশনা দেন। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের বাধা উপেক্ষা করে আবারও নিম্নমানের কাজ করায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) রায়পুর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ মাস আগে টেন্ডারের মাধ্যমে উপজেলার কয়েকটি গ্রামীণ সড়ক সংস্কারের কাজ শুরু করেন সংশ্লিষ্ট বিভাগ। তার মধ্যে ১০ নং রায়পুর ইউনিয়নের মিতালী বাজার থেকে হাওলাদারহাট পর্যন্ত ৩.৮৮০ কিলো মিটার ও হাওলাদারহাট থেকে ঝাউডুগী বাজার পর্যন্ত প্রায় ৫ কিঃ মিঃ সড়ক ২ প্যাকেজে ৩ কোটি ৫৫ লাখ টাকা ব্যায়ে সড়ক সংস্কারের কাজ পান লক্ষ্মীপুর সদরের আরইএন এন্টারপ্রাইজের মালিকানাধীন মোঃ খোরশেদ। মেঘনা উপকূলীয় অঞ্চল উত্তর চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন থেকে উত্তর চরবংশীর চমকা বাজার পর্যন্ত ৫ কিঃ মিঃ (৭৫০ থেকে ৫৭৫০ মিটার) ১ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ২৭১ টাকার ব্যায়ে এ সড়ক সংস্কারের কাজটি পান লক্ষ্মীপুর সদরের নেহাল ট্রেডার্স। এ কাজটি আবার কিনে নেন রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও ঠিকাদার কৌশিক আহাম্মেদ সোহেল। চমকা বাজারের পাশে প্রায় ৬৫ লাখ টাকা ব্যায়ে এক কিলো মিটারের কবিরাজ বাড়ী সড়ক সংস্কারের কাজ পান লক্ষ্মীপুর সদর উপজেলার সামিয়া এন্টারপ্রাইজ। প্রায় ৬ কোটি টাকা পৃথক ৪টি সংস্কার কাজেই গত ৪ দিন আগে শুরু করেছেন সংশ্লিষ্ট কাজের ঠিকাদাররা। ঠিকাদাররা ক্ষমতাসীন দলের নেতা ও স্থানীয় প্রভাবশালী হওয়ায় কোনো সিডিউল অনুসরণ না করে নিয়মবহির্ভূতভাবে দায়সারাভাবে কাজ করছিলেন। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়কের সংস্কার কাজ করায় মিতালী বাজার স্থানীয় ইউপি সদস্য মোঃ মুসলিম এলাকাবাসীকে নিয়ে কাজে বাধা দেন ও অভিযোগ করেন। স্থানীয় বাসিন্দা ও ওই সড়কের সিএনজিচালিত অটোরিকশাচালকরা বলেন, সংস্কার নিম্নমানের ইট ও কংকর ব্যবহার করা হচ্ছে। নামমাত্র বিটুমিন দিয়ে কাজ করছেন তাও নিম্নমানের। রাস্তায় পাতলা করে কার্পেটিং দেয়া হচ্ছে। বেড়ীবাঁধের পাশের মাটি কেটে আবার সেই সড়কেই লাগানো হচ্ছে। ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে নিম্নমানের কাজ হওয়ায় অল্প কয়েকদিনের মধ্যে সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার পাশাপাশি। অস্থায়ীভাবে গড়ে ওঠা দিনমজুরের বসতঘর ভেংগে যাওয়ার আশংকা করা হচ্ছে। এতে দুর্ভোগের অন্ত থাকবে না। রায়পুর উপজেলা প্রকৌশলী আখতার হোসেন ভূঁইয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে অনিয়মের সত্যতা পেয়ে কাজ সঠিকভাবে করার জন্য ঠিকাদারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যদি সঠিক না হয় সংস্কারের কাজ ও বিল বন্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। দরপত্রের চুক্তির শর্ত অনুযায়ী রাস্তার কাজ ঠিকমতো বুঝে নেয়া হবে। সংশ্লিষ্ট কাজের জেলা সদরের ঠিকাদার খোরশেদ ও রায়পুরের ঠিকাদার কৌশিক আহাম্মেদ সোহেল বলেন, সংস্কার কাজে একটু অনিয়ম হবে। তা আবার ঠিক হয়ে যাবে। সিডিউল অনুযায়ী আমরা সঠিকভাবে কাজ করছি। কোন অনিয়ম ও নিম্নমানের কংকর ব্যবহার তারা দাবি করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments