বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারায়পুর সরকারী কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: পাপুল

রায়পুর সরকারী কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: পাপুল

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুর সরকারী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সোমবার কলেজ মাঠে প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতিযোগীতায় ১৬টি ইভেন্টে ১৮০ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষক সংকটসহ নানাভাবে অবহেলিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষসহ ১২ জন প্রভাষক ও ৮ জন কর্মকর্তা- কর্মচারী কর্মরতসহ প্রায় ১৬’শ শিক্ষার্থী অধ্যয়রত রয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিশ্রতি হিসেবে বনভোজনে শিক্ষার্থীদের জন্য সরকারী কলেজকে ডিজিটাল প্রজেক্টর ও ল্যাপটপ অন্যান্য সরঞ্জামসহ উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্যধিক টাকা করে প্রদান করেন দুই সাংসদ। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহাবুবুল করিমে সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল, তার সহধর্মীনি সংরক্ষিত মহিলা আসনে সাংসদ কাজী সেলিনা ইসলাম, পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী রায়, প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তানভীর হায়দার চৌধুরী রিংকু ও সাবেক ছাত্রনেতা এডভোকেট মারফ বিন জাকারিয়া প্রমুখ। সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল বলেন, এক সময়ে সরকারী কলেজটি ছাত্র সংসদের সময় উজ্জীবিত ছিল। শিক্ষার্থী ভরপুর ছিল। আজ সেই ঐতিহ্য হারিয়ে গেছে। এর জন্য দায়ি আমরা জনপ্রতিনিধি, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিগন। আগামী এক বছরে কলেজটিতে শিক্ষক সংকট দূরীকরণসহ সকল সমস্যার সমাধানের জন্য সকলের সহযোগীতা কামনা করছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments