বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাঝরে লন্ডভন্ড কেশবপুর, বজ্রপাতে শিক্ষকসহ ৪ শিক্ষার্থী আহত

ঝরে লন্ডভন্ড কেশবপুর, বজ্রপাতে শিক্ষকসহ ৪ শিক্ষার্থী আহত

জি.এম.মিন্টু: যশোরের কেশবপুরে কাল বৈশাখী তান্ডবে বসতবাড়ী, ব্যবসা ,শিক্ষাপ্রতিষ্ঠান ও গাছপালা লন্ডভন্ড হয়ে লক্ষ-লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া শিলাবৃষ্টিতে প্রচুর ফসল নষ্ট ও বজ্রপাতে শিক্ষকসহ ৪ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার সকালে কাল বৈশাখী ঝড়ে উপজেলার বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয়, প্রতাপপুর নিভারনী মাধ্যমিক বিদ্যালয়, হাসানপুর দাখিল মাদ্রাসাসহ উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাউনি লন্ডভন্ড হয়ে গেছে। অপর দিকে কালবৈশাখী ঝড়ে মধ্যকুল গ্রামের টিক্কা খাঁন, শামিম খাঁন, কালিয়ারই গ্রামের ফরিদা বেগম, গোপসেনা গ্রামের জাহিদুল মোড়লের রাইচ মিল ও পোল্ট্রির খামারসহ শত-শত মানুষের ঘর-বাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছ-পালা ও ব্যবস্যা প্রতিষ্ঠান ভেঙ্গে তছনছ ও শিলা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। দেউলী আলীম মাদ্রাসা সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঝড় আবহাওয়ার মধ্যে মাদ্রাসার সামনের একটি নারকেল গাছে বজ্রপাত আঘাত হানলে ঐ মাদ্রাসার ৭ম শ্রেনীর শিক্ষার্থী তামান্না খাতুন(১৩),রিয়া থাতুন(১৪),রাকিবুল(১২) ও শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রসহ কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments