মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাকুমিল্লার চান্দিনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

কুমিল্লার চান্দিনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মো.ওসমান গনি: নিরাপদ মানসম্মত পণ্য এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ মার্চ শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস- ২০১৯ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়া সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউছুল আজম এর সঞ্চালনায় বক্তৃতা করেন চান্দিনা ড. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী শামান্তা জিনিয়া,চান্দিনা বড় গোবিন্দপুর এ এম বি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র মোঃ মুহিবুর রহমান মাহিম, চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ ১০ম শ্রেণীর ছাত্র সাজিদ আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা মাতৃভুমি স্কুলএন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো আল আমিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র/শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা" রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারকারী দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়া। পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পুনরায় উপজেলা এসে শেষ হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments