শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে প্রার্থীদের এবার নতুন টেনশন ভোটার উপস্থিতি

রায়পুরে প্রার্থীদের এবার নতুন টেনশন ভোটার উপস্থিতি

তাবারক হোসেন আজাদ: ২৪ মার্চ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের বাকি আর ১৯ ঘন্টা। লক্ষ্মীপুরের রায়পুরে প্রার্থীরা শুক্রবার রাত ১২টা পর্যন্ত দুই চেয়ারম্যানসহ ১২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের কর্মী ও অনুসারিদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন। কিন্তু একাধিক প্রার্থীর নিকট ভোটার উপস্থিতি নিয়ে শংকা বা টেনশন কাজ করছে। রোববার (২৪ মার্চ) তৃতীয় ধাপে রায়পুরসহ দেশের শতাধিক উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে। কয়েকজন প্রার্থী জানান, উপজেলা পরিষদে সদ্য অনুষ্ঠিত দুই পর্বের নির্বাচনে ভোটারদের কম অনুপস্থিতির চিত্র ছিল কম। অনুষ্ঠিত দুই ধাপের ভোটের তুলনামূলক চিত্র দেখা গেছে, গত সোমবার দ্বিতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪১ শতাংশ ভোট পড়েছে, যা প্রথম ধাপের চেয়ে কম। গত ১০ মার্চ প্রথম ধাপে চেয়ারম্যান পদে গড়ে ৪৩.৩২ শতাংশ ভোট পড়েছিল। প্রার্থীদের টেনশনের মূল কারণ হচ্ছে – এক সময়ে বিএনপির ঘাটি বলে পরিচিত লক্ষ্মীপুর জেলায় প্রথম বারের মতো বিএনপি-জামায়াত বিহীন নির্বাচন হচ্ছে যাতে ভোটাররা এ ভোটকে কোন চোখে দেখছে তা দেখার বিষয়। তবে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ভোটের আশ্বাস দেয়া হয়েছে। অন্যদিকে ভোটারদের ভোট কেন্দ্রে হাজির করাকেই প্রার্থীরা চ্যালেঞ্জ মনে করছে। রায়পুর উপজেলা আ’লীগের সভাপতি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর (নৌকা) বিপক্ষে বর্তমান উপজেলা চেয়ারম্যারন ও আলীগের সদস্য (সতন্ত্র-মোটরসাইকেল) লড়ছেন। চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করছেন। রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের নৌকা প্রতীকে অধ্যক্ষ মামুনুর রশিদ (নৌকা)। প্রতিদ্বন্দি হিসেবে লড়ছেন বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার (সতন্ত্র-মোটরসাইকেল)। উল্লেখ্য – রায়পুর উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ৭৭ কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। ২০১৪৯২ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০১৩২৩ জন ও মহিলা ভোটার ১০০১৬৯ জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৮১ জন প্রিজাইডিং, ৫২০জন সহকারী প্রিজাইডিং ও ১০৪০ জন পুলিং অফিসার দায়িত্বে নিয়োজিত থাকবেন বলে প্রশাসন সুত্রে জানা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments