শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারায়পুর উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল

রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল

তাবারক হোসেন আজাদ: তৃতীয় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের রায়পুরে আ’লীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশীদ ৩৬ হাজার ৯৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্দী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী (মটরসাইকেল) মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার ২৬ হাজার ২১৯ ভোট পেয়েছেন।।
অপরদিকে- পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী এডঃ এবিএম বারাকাত বিন জাকারিয়া (টিউবওয়েল) ২৭৭৮৫ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান দ্বিতীয়বারের মতো মাজেদা বেগম (প্রজাপ্রতি) ২০ হাজার ৩৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । রাতে বিজয়ী প্রার্থীদের ফুলের মালা গলায় দিয়ে নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেন।

উল্লেখ্য-পৌরসভার ৯টিসহ উপজেলার ১০টি ইউনিয়নের ৭৭টি কেন্দ্রে সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠভাবে ভোট সম্পুর্ণ করা হয়েছে। কোথাও বা কোন কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেনি । তবে সব মিলিয়ে ৭৭ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি শতকরা ৪০ ভাগ ভোট পড়েছে । আইনশৃংখলা রক্ষাকারীবাহিনীর পাশাপাশি ইউএনও-ম্যাজিষ্ট্রেট সতর্কতার সাথে শান্তিপুর্ণভাবে দায়িত্ব পালন করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments