বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

লক্ষ্মীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

মো: রবিউল ইসলাম: আজ ২৫ মার্চ (সোমবার) গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (নবাগত) এস আর আরমান শাকিল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীল নকশা অনুযায়ী স্বাধীনতার দাবিতে আন্দোলনরত বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘূণ্য ষড়ষন্ত্রের অংশ হিসেবে রাজধানী ঢাকা সহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইতিহাসের সবচেয়ে বর্বরোি করে দেয়ার ঘূণ্য ষড়ষন্ত্রের অংশ হিসেবে রাজধানী ঢাকা সহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা শুরু করে। তাই আমরা আজ এই দিবসে হানাদার বাহিনীর হাতে নিহত শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments